আমাদের প্রোডাক্ট দিয়ে নির্মিত, আপনার দেখা সুন্দর বাড়ী অথবা স্থাপনার ছবি তুলে আমাদের পাঠিয়েদিন আর জিতেনিন আর্কষনীয় পুরস্কার।
১. পুরস্কার : শিলং/দার্জিলিং/সুন্দরবন ভ্রমন
২. পুরস্কার : কক্সবাজার হোটেলে ২ রাত থাকা।
৩. পুরস্কার : কাপল ডিনার (হোটেল লেকশোর/ রিজেনসি)।
নিয়মাবলি:
১. অবশ্যই ছবিটি আমাদের প্রোডাক্টের হতে হবে। (মিরপুর সিরামিকস / খাদিম সিরামিকস) আমাদের প্রোডাক্ট সর্ম্পকে জানতে দেখুন…. https://mirpurceramic.com | https://khadimceramic.com/
২. ছবির কোয়ালিটি ভাল হতে হবে।
৩. অবশ্যই নিজের তোলা ছবি হতে হবে।
৪. অবশ্যই ২০-০৯-২০১৯ এর মধ্যে ইমেইল (ceramicmirpur@gmail.com) অথবা ওয়েব সাইটে আপলোডের মাধ্যমে জমা দিতে হবে।
৫. ওয়েব সাইটে আপলোডের ক্ষেত্রে UPLOAD বাটন টিতে ক্লিক করলে একটি ফর্ম আসবে , সেটির নির্দেশ মত সব তথ্য দিয়ে Submit বাটন ক্লিকের মাধ্যমে শেষ করতে হবে।
৬. ইমেইল ক্ষেত্রে অপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ছবি তোলার তারিখ এবং স্থানের নাম লিখতে হবে।
৭. বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে কতৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
৮. আরো তথ্যের জন্য ফোন করুন: 01730010566 | 01709645250 অথবা ইমেল করুন: graphics@mcwlbd.com